Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর নৃশংস হামলা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট ১০:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৭৭ বার পঠিত হয়েছে

বগুড়ার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের উপকণ্ঠে অবস্থিত সাবগ্রাম বাজার এলাকায় একদল অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী অতুল চন্দ্র দাসকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এক বিবৃতিতে এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন দ্রুততম সময়ের মধ্যে জড়িত খুনিচক্রকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর নৃশংস হামলা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

আপডেট ১০:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বগুড়ার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের উপকণ্ঠে অবস্থিত সাবগ্রাম বাজার এলাকায় একদল অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী অতুল চন্দ্র দাসকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এক বিবৃতিতে এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন দ্রুততম সময়ের মধ্যে জড়িত খুনিচক্রকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।