সর্বশেষ
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
- আপডেট ১০:২১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩৯ বার পঠিত হয়েছে
বগুড়া জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদিক(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল সোমবার ৭ জুলাই বিকালে বগুড়ার শহরের সূত্রাপুর গোহাইল রোড এলাকায় এ জে আর কুরিয়ার সার্ভিসের সমনে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদিককে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আরো জানান, গ্রেফতারকৃত সাদিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পর্কিত