বগুড়ায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

- আপডেট ০৮:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৭৭ বার পঠিত হয়েছে
বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে বগুড়া গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গত শনিবার ২১জুন রাত ১১:৩০ টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের ৪নং চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া ডিবির (ওসি) ইকবাল বাহার।
তিনি বলেন, ‘মতিন সরকারের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। এছাড়াও গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। বগুড়া জেলার ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত ১১:৩০ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনারের মামলায় ১০ বছরের সাজা গ্রেফতারী পরোয়ানাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের ১০টি সহ মোট ১৮ মামলা রয়েছে বলেও জানান তিনি। ডিবির (ওসি) জানান, আজ রবিবার ২২ জুন তাকে আদালতে নেওয়া হবে। এবং বিজ্ঞ আদালতের কাছে সাত দিন রিমান্ড চাওয়া হবে।