বগুড়ায় আবারো দাদিশাশুড়ি ও নাতিবউয়ের জোড়া খুনের ঘটনা ঘটেছে

- আপডেট ০৮:০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৫৮ বার পঠিত হয়েছে
বগুড়ায় আবারও রোমহর্ষক জোড়া খুনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নারী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেগম (৭৫) এবং পারভেজের স্ত্রী হাবিবা বেগম (২৩)। আহত অপর নারীর নাম বন্যা (১৭)। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানিয়েছেন, আহত বন্যার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, এ হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিরোধ কিংবা পূর্বশত্রুতা রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে সৈকত হাসানকে বগুড়া পাসপোর্ট অফিসের সামনে থেকে গ্রেফতার করেছে।