পলাতক সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি লিটন কাহালু পুলিশের হাতে গ্রেফতার
- আপডেট ১২:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৭৬ বার পঠিত হয়েছে
চট্টগ্রাম বাকলিয়া থানার মামলা নং- জিআর-১৫৮/২০২১, এ-র সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি, কাহালু থানাধীন ২ নং কালাই ইউনিয়ন এ-র অন্তর্গত কালাই থিয়টপাড়া গ্রামের মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি মোঃ লিটন আলী সরকার(৩৫), পিতাঃ মোঃ এখলাস আলী সরকার, সাং- কালাই থিয়টপাড়া, ডাকঘরঃ কালাই রাজবাটী, থানাঃ কাহালু, জেলা- বগুড়াকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এ এসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসারের সহায়তায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন কাশিমবাজার এলাকা হইতে গ্রেফতার করেছেন। আসাামি ২০২১ সালে চট্টগ্রামে বাকলিয়া থানায় ১৯০০ পিচ মাদক দ্রব্য ইয়াবা টেবলেট সহ গ্রেফতার হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ অতিরিক্ত চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম গত ০৫/০৫/২০২৫ ইং তারিখ আসামির বিরুদ্ধে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। আসামি বিরুদ্ধে এ রায় প্রদানের পর হইতে সে পলাতক ছিল।

























