Dhaka ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জ্বেরধরে খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৭১ বার পঠিত হয়েছে

 নওগাঁর রাণীনগরে পূর্ব বিরোধের জ্বের ধরে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ভূষ্মিভূত করার অভিযোগ ওঠেছে।

এসময় প্রায় ২২ লাখ টাকা দামের একটি ট্রাক্টরও পুড়িয়ে দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীগ্রাম ওঝাওজি পাড়া গ্রামে।

ওই গ্রামের মৃত আব্বাস আলী শেখের ছেলে জাহের আলী শেখ জানান, সোমবার রাত অনুমান পৌনে ১২টা নাগাদ বাড়ী সংলগ্ন বাগানে পূর্ব বিরোধের জ্বের ধরে কে বা কাহারা দুটি খড়ের পালায় আগুন ধরে দেয়। কিন্তু স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দৌঁড়ে আসে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পালার আগুন নিভাতে পারলেও প্রায় ৫বিঘার একটি পালা সম্পন্ন ভূষ্মিভূত হয়ে যায়।

তিনি দাবি করে বলেন, তার খলিয়ানে রাখা প্রায় ২২লাখ টাকা দামের একটি ট্রাক্টরে অকটেন ছিটিয়ে দেয় দূর্বৃত্তরা। কিন্তু লোকজন ছুটে আসায় তারা আর হয়তো আগুন দিতে পারেনি। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান, এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জ্বেরধরে খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

আপডেট ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 নওগাঁর রাণীনগরে পূর্ব বিরোধের জ্বের ধরে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ভূষ্মিভূত করার অভিযোগ ওঠেছে।

এসময় প্রায় ২২ লাখ টাকা দামের একটি ট্রাক্টরও পুড়িয়ে দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীগ্রাম ওঝাওজি পাড়া গ্রামে।

ওই গ্রামের মৃত আব্বাস আলী শেখের ছেলে জাহের আলী শেখ জানান, সোমবার রাত অনুমান পৌনে ১২টা নাগাদ বাড়ী সংলগ্ন বাগানে পূর্ব বিরোধের জ্বের ধরে কে বা কাহারা দুটি খড়ের পালায় আগুন ধরে দেয়। কিন্তু স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দৌঁড়ে আসে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পালার আগুন নিভাতে পারলেও প্রায় ৫বিঘার একটি পালা সম্পন্ন ভূষ্মিভূত হয়ে যায়।

তিনি দাবি করে বলেন, তার খলিয়ানে রাখা প্রায় ২২লাখ টাকা দামের একটি ট্রাক্টরে অকটেন ছিটিয়ে দেয় দূর্বৃত্তরা। কিন্তু লোকজন ছুটে আসায় তারা আর হয়তো আগুন দিতে পারেনি। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান, এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।