নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে একদিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

- আপডেট ০৩:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৩৫ বার পঠিত হয়েছে
নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে এক দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বিজয়পুরস্থ ব্র্যাক কার্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।
রাজশাহীর মতি মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (লিড জেনারেশন) নাজমুল হক, ওয়েস্ট-১ ডিভিশন মাইক্রোফিন্যান্স দাবির প্রোগ্রাম ম্যানেজার দাবি ইয়াকুব আলী সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আসমা সিদ্দিকী, এলাকা ব্যবস্থাপক (দাবি) শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পে আগত রোগীদের ডায়াবেটিস পরীক্ষাসহ পরামর্শ প্রদান করা হয়েছে।
ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ জনসাধারণের চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন চলমান থাকবে।