Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি মতিন, সম্পাদক বাবুল চৌধুরী

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট ০৩:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ২৮ বার পঠিত হয়েছে

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার এসসি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এমএ মতিন সভাপতি, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক এবং শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিকেল ৪টায় শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।
দলীয় সূত্র জানায়, সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে আটজন মনোনয়নপত্র জমা দেন।

পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সভাপতি পদে মকলেছুর রহমান মকে ও আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদে ডা. ইকরামুল বারী টিপু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এমএ মতিন সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফলে শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার নির্বাচিত হন।
সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

নওগাঁর মান্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি মতিন, সম্পাদক বাবুল চৌধুরী

আপডেট ০৩:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার এসসি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এমএ মতিন সভাপতি, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক এবং শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিকেল ৪টায় শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।
দলীয় সূত্র জানায়, সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে আটজন মনোনয়নপত্র জমা দেন।

পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সভাপতি পদে মকলেছুর রহমান মকে ও আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদে ডা. ইকরামুল বারী টিপু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এমএ মতিন সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফলে শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার নির্বাচিত হন।
সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।