নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী ৫১ টি পরিবারের মাঝে বকনা বাছুর ও উপকরণ বিতরণ

- আপডেট ০২:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৯ বার পঠিত হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ৫১টি পরিবারের মাঝে বকনা বাছুর ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
তিনি বলেন, ‘এই ধরনের কার্যক্রম ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।’অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, ভেটেরিনারি সার্জন তানভীর হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল বকনা বাছুর, পশু পালনে ব্যবহৃত খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এই প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।