Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে কনার্স ড্রীম নামে একটি বিশ্বমানের মেকওভার শুভ উদ্বোধন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট ১০:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৩৭ বার পঠিত হয়েছে

 নওগাঁর মহাদেবপুরে উদ্বোধন করা হলো কনার্স ড্রীম নামের একটি বিশ্বমানের অভিজাত বিউটি পারর্লার ও মেকওভার।

শনিবার (১২ জুলাই) উপজেলা সদরের কায়েস্তপাড়া মাতাজী রোডে এ বিউটি পারর্লার ও মেকওভার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন এর উদ্যোক্তা জান্নাতুল কনার মাতা শাহিনা বেগম রিক্তা। এ পারর্লার ও মেকওভার উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত বিউটিশিান বর্ষা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শাকিলা, অন্নি সহ এক ঝাঁক উদীয়মান তারকা।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করে চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে এ বিউটি পারর্লার ও মেকওভার চালু করলেন বলে জানান এটির উদ্যোক্তা জান্নাতুল কনা।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে কনার্স ড্রীম নামে একটি বিশ্বমানের মেকওভার শুভ উদ্বোধন

আপডেট ১০:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 নওগাঁর মহাদেবপুরে উদ্বোধন করা হলো কনার্স ড্রীম নামের একটি বিশ্বমানের অভিজাত বিউটি পারর্লার ও মেকওভার।

শনিবার (১২ জুলাই) উপজেলা সদরের কায়েস্তপাড়া মাতাজী রোডে এ বিউটি পারর্লার ও মেকওভার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন এর উদ্যোক্তা জান্নাতুল কনার মাতা শাহিনা বেগম রিক্তা। এ পারর্লার ও মেকওভার উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত বিউটিশিান বর্ষা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শাকিলা, অন্নি সহ এক ঝাঁক উদীয়মান তারকা।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করে চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে এ বিউটি পারর্লার ও মেকওভার চালু করলেন বলে জানান এটির উদ্যোক্তা জান্নাতুল কনা।