নওগাঁর পত্নীতলায় সৌদিআরবে সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঈদুল আজহা নামাজ আদায় করে ঈদ উদযাপন

- আপডেট ০৪:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / ১২৩ বার পঠিত হয়েছে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় কিছ সংখ্যক মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করে ঈদ উদযাপন করেছেন । গত ১০ বছর ধারাবাহিকভাবে উদযাপন করে আসছেন।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।
উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় জামাত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেয় নারীরাও। পরে ধর্মীয়রীতি অনুযায়ী তারা পশু জাবাই করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজক কমিটির সভাপতি বাবু বলেন, গত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তার দেখানো পথেই ঈদ উদযাপন করছি।