Dhaka ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ৩ বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে প্রেমিকের হাত ধরে উধাও

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ৫৩ বার পঠিত হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ৩ বছর ৪ মাস বয়সী একমাত্র শিশু সন্তান ও নগদ টাকা রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন আছিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূ।গত শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে ছেলেকে রেখে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (ফকিরপাড়া) গ্রামে।এ ঘটনায় আছিয়ার স্বামী রাসেল রানা (২২) গত মঙ্গলবার নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাসেল রানার সঙ্গে একই ইউনিয়নের দারাজপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে আছিয়া খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান জন্ম নেয়।গত ৬ জুন সকালে আছিয়া খাতুন বাড়ির পাশে পুকুরপাড় থেকে মাটি আনার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। এ সময় তিনি ঘরে রাখা নগদ ১০ হাজার টাকা এবং কিছু কাপড়চোপড় সঙ্গে নিয়ে যান। স্বামী রাসেল রানা ও তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাসেল রানা বলেন, আমাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। তবে ভাবিনি, সে এভাবে পালিয়ে যাবে। আমাদের একমাত্র ৩ বছরের শিশু সন্তান এখন আমার কাছেই আছে।রাসেলের বাবা মোতাহার হোসেন বলেন, ছেলের বউ পুকুরে মাটি আনার নাম করে বের হয়ে আর ফেরেনি। টাকা-পয়সা ও কাপড় নিয়ে চলে গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। তার সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

নওগাঁয় ৩ বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে প্রেমিকের হাত ধরে উধাও

আপডেট ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে ৩ বছর ৪ মাস বয়সী একমাত্র শিশু সন্তান ও নগদ টাকা রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন আছিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূ।গত শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে ছেলেকে রেখে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (ফকিরপাড়া) গ্রামে।এ ঘটনায় আছিয়ার স্বামী রাসেল রানা (২২) গত মঙ্গলবার নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাসেল রানার সঙ্গে একই ইউনিয়নের দারাজপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে আছিয়া খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান জন্ম নেয়।গত ৬ জুন সকালে আছিয়া খাতুন বাড়ির পাশে পুকুরপাড় থেকে মাটি আনার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। এ সময় তিনি ঘরে রাখা নগদ ১০ হাজার টাকা এবং কিছু কাপড়চোপড় সঙ্গে নিয়ে যান। স্বামী রাসেল রানা ও তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাসেল রানা বলেন, আমাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। তবে ভাবিনি, সে এভাবে পালিয়ে যাবে। আমাদের একমাত্র ৩ বছরের শিশু সন্তান এখন আমার কাছেই আছে।রাসেলের বাবা মোতাহার হোসেন বলেন, ছেলের বউ পুকুরে মাটি আনার নাম করে বের হয়ে আর ফেরেনি। টাকা-পয়সা ও কাপড় নিয়ে চলে গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। তার সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।