দুপচাঁচিয়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

- আপডেট ০৭:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১০১ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৫কোটি ৭৯লাখ ৮৪হাজার ৮’শ ৫৭টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট ঘোষণা উপলক্ষে গতকাল রোববার ২৯শে জুন সকালে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ শাহ, বগুড়া জেলা বিএনপির মৎস্য প্রাণিসম্পদ বিষয়ক সহ-সাধারণ সম্পাদক ও দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান তুহিন, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, কর আদায়কারী মফিক উদ্দিন, উচ্চমান সহকারী মাহমুদুল হাসান, বাজার পরিদর্শক নূর নবী পোদ্দার, লাইসেন্স পরিদর্শক শহীদুল ইসলাম, প্রধান সহকারী মাহমুদুল হাসান খান ফুয়াদ প্রমুখ। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।