দুপচাঁচিয়া তালোড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট ০৬:১৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৯৭ বার পঠিত হয়েছে
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের খসড়াবাজেট নিয়ে শহর সমন্বয়(টিএলসিসি) কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল ২৩জুন সোমবার দুপুরে পৌরসভার হলরুমে তালোড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে ও পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলামের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নিয়োগকৃত পৌর প্রশাসক এর কার্য সম্পাদন সহায়তা কমিটির সদস্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়েজীদ হোসেন, সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, তালোড়া পৌরসভার ক্যাশিয়ার আনোয়ার হোসেন,টিএলসিসির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খোকা,
বীর মুক্তিযোদ্ধা মানিক খান, ডাঃ শফিউল করিম তালুকদার মিন্টু, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, নজরুল ইসলাম, পৌর প্রশাসকের কার্যসম্পাদন সহায়তা কমিটির সদস্য ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সদস্য উপজেলা সমবায়কর্মকর্তা কেএমএ ছালাম সহ টিএলসিসির সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।