দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

- আপডেট ০৭:০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৫৮ বার পঠিত হয়েছে
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার ১৪জুলাই সকালে দুপচাঁচিয়া মা ও শিশু কল্যান কেন্দ্রের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়জিদ হোসেনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল ওহাবের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম টুটুল, সাংবাদিক আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার(অঃদঃ) ডাঃ নাঈমা ফেরদৌসী, পরিবার পরিকল্পনা পরিদর্শক শামছুজ্জামান বাবু, মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা সহকারী আফরোজা বেগম, মাহবুবা খাতুন, শিক্ষার্থী তনয়া জাহান প্রমুখ। এদিন পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রতিষ্ঠান, ইউপি চেয়ারম্যান, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।