দুপচাঁচিয়ায় সাবেক ছাত্রদলের সভাপতির প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

- আপডেট ০৪:৫৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৪২ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তার এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জুলাই মঙ্গলবার বাদ আসর দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে এ স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদলের সদস্য সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, আতিক হাসান, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, চামরুল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন প্রাং, গুনাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জেলা ছাত্রদলের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, গুনাহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।