সর্বশেষ
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
- আপডেট ০২:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২০৫ বার পঠিত হয়েছে
বগুড়া দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের চলাচলের রাস্তা দখল করে ও উপজেলা প্রশাসন বারবার নিষেধ করা শর্তেও এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানোর পরও পুনরায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মুরগি বেচা কেনার দায়ে বাবলু প্রমানির মুরগির দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানা পুলিশ, সহকারী কমিশনার(ভূমি)অফিসের অফিস সহকারী মাহমুদুল হাসান সহ সঙ্গীয় ফোর্স।
সম্পর্কিত