দুপচাঁচিয়ায় ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন, দুলাল হোসেন সভাপতি নির্বাচিত

- আপডেট ০৪:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৫ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ঠিকাদার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেসার্স সৌরভ রাইচ মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন মেসার্স মারিয়াম কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মোস্তাফিজার রহমান।
সভার সর্বসম্মতিক্রমে গঠিত ২৫ সদস্যের কমিটিতে মেসার্স মিঠুবাপ্পী কন্সট্রাকশনের স্বত্বাধিকারী দুলাল হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়। সহ-সভাপতি নির্বাচিত হন মেসার্স শিমু কন্সট্রাকশনের আবুল কালাম আজাদ এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্সের সফিন উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন মেসার্স এএইচ এন্টারপ্রাইজের হাসান আলী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তাহিনুর রহমান (মেসার্স তহমিনা কন্সট্রাকশন) ও আসাদুজ্জামান রাসেল (মেসার্স রাসেল এন্টারপ্রাইজ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আশরাফুল ইসলাম খান রাবু (মেসার্স মেঘা কন্সট্রাকশন), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মিলন পাটোয়ারী (মেসার্স তাওরাত টেকনোলজি), এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মেহেদী হাসান (মেসার্স খাঁন এন্টারপ্রাইজ)।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হন আব্দুল হাকিম মন্ডল (মেসার্স এস এ এন্টারপ্রাইজ)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মজিবর রহমান বাবলু, আলহাজ্ব জাকির হোসেন, লুৎফর রহমান, জুয়েল তালুকদার, হেলাল উদ্দিন, মোস্তাফিজার রহমান, আখতারুজ্জামান তুহিন, উৎসব খান, করিম হোসেন, আব্দুর রাজ্জাক (ভিন্ন), আতিকুর রহমান, সাইফুর রহমান, আবু হাসেম এবং ফরহাদ হোসেন।
নবগঠিত কমিটির সদস্যরা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি স্বচ্ছ ও কার্যকর সংগঠন হিসেবে সমিতিকে পরিচালনার প্রত্যয় জানান।