দুপচাঁচিয়ায় জোড়া খুনের ঘটনা ঘটেছে

- আপডেট ০৯:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৫৪ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়ার উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে গতকাল মঙ্গলবার ৮ জুলাই দিবাগত রাতে ডাকাতদলের ছুরিকাঘাতে শশুড় এবং ছেলের বউ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা য়ায়, মঙ্গলবার রাতে কোনো এক সময় সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা বাড়ির সবাইকে হাত-পা বেঁধে ফেলে এবং বাড়ির মালামাল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
লুটপাট শেষে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আলহাজ্ব মোঃ আফতাব হোসেন ও তাঁর পুত্রবধূকে হত্যা করে পালিয়ে যায় ডাকাতদল। নিহত শিক্ষক আলহাজ্ব মোঃ আফতাব হোসেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন। ডাকাতদল তাঁকে এবং তাঁর বড় ছেলে বিদেশ প্রবাসী শাহজাহান আলীর বউকে হাত-পা,মুখ বেধে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে প্রাথমিক ধারনা করছে এলাকাবাসী। দুপচাঁচিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।