দুপচাঁচিয়ায় ছুরিকাঘাতে দুই ভাই গুরুতর আহত

- আপডেট ০৯:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৬৬ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন
মোঃ জাকারিয়া হোসেন (২৪), মোঃ মাসুদ রানা (৩০), উভয়ের পিতা মোঃ নাজমুল হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ৮ জুলাই দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদী মোঃ সাইদুল ইসলাম মেম্বার (৪৬), পিতা- ফয়েজ আলী
মোঃ মুক্তার হোসেন (২৬), পিতা- মোঃ সাইদুল ইসলাম মেম্বার উভয়ে মিলে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে হামলা চালিয়ে জাকারিয়া ও মাসুদকে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে আহত দুইজনই সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, তিন বছর আগে বিবাদী সাইদুল ইসলাম মেম্বারের মেয়ে মোছাঃ মুক্তি খাতুনের সঙ্গে জাকারিয়ার বিয়ে হয়। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে মুক্তি খাতুন তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, জাকারিয়া পুনরায় যোগাযোগের চেষ্টা করছিলেন, যা নিয়ে সন্দেহের জেরে বিবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তা ভয়াবহ হামলায় রূপ নেয়।
এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।