Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র তাপদাহে অতিষ্ঠ কালাইবাসীর পাশে আন নাজাত ফাউন্ডেশন

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট ০৯:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ২৬৩ বার পঠিত হয়েছে

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণায়ন। দেখা নেই বৃষ্টির। ১২ জুন, বৃহস্পতিবার কালাইয়ের তাপমাত্রা ছিলো সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহে কালাইয়ের মানুষজন অতিষ্ঠ। যারা বিত্তবান তারা এই গরমে এসি বা অন্যান্য জিনিস ব্যবহার করে নিজেদের শরীর ঠান্ডা করতে পারলেও এই তাপদাহে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে মধ্যবিত্ত-বিত্তহীনদেরকে। এই গরমেও তাই জীবিকার প্রয়োজনে তাদের বের হতেই হচ্ছে। মানুষের হাতের নাগালেও নেই ডাব। প্রতিটি ডাব ১২০ বা ক্ষেত্র বিশেষে এর চেয়েও বেশি মূল্যে বিক্রি হচ্ছে। যার ফলে সকল শ্রেণি-পেশার মানুষ তা ক্রয় করতে পারছেন না।

কালাইয়ের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নাহিদ নাজনীন ডেইজি অনলাইন নিউজ পোর্টাল ‘CINN’ কে জানান, কালাইয়ে এখনো তেমন কোন রোগ হয়নি। নরমালি যে ধরনের রোগী আসে, সেরকম রোগীই আসতেছে। তীব্র তাপদাহে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে না বেরনোই ভালো। আর বাইরে বের হইলে ছায়া তে থাকতে হবে/ছাতা ইউজ করতে হবে। সেই সাথে বেশি বেশি পানি, শরবত পান করা যেতে পারে।

এই তীব্র তাপদাহে প্রতি বছরের ন্যায় এবারও ‘কালাই আন নাজাত ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে সারাদিন চলে কালাই যাত্রী ছাউনী চত্বরে সকল শ্রেণি-পেশার মানুষদের ঠান্ডা পানির শরবত পান করানো কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনটির সভাপতি মোঃ শাহিনুর রহমান‌। আর তা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ফুয়াদ ইসলাম এবং উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসনাত সরকার বাবলা।

ফাউন্ডেশনের সভাপতি বলেন, ‘ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যেখানে মানুষকে কেবল নামাজ, রোজা নয়, বরং মানবতার সেবাও ইবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাসূল (সা.) বলেছেন, ‘তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানো ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন।’ (সহিহ বুখারী)। তাহলে একজন মানুষকে পানি দেওয়া কত বড় নেকীর কাজ হতে পারে, তা আমরা সহজেই অনুমান করতে পারি। তৃষ্ণার্তকে পানি পান করানো শুধু দান নয়, এটি সদকায়ে জারিয়া, একটি চলমান সাওয়াবের কাজ। তাই আমি মনে করি, ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান সবাই যদি এই বিষয়ে সচেতন হই এবং উদ্যোগ নেই, তাহলে সমাজে মানবিক মূল্যবোধ আরও জোরদার হবে।’

কালাইয়ে এই তীব্র তাপদাহে কালাই আন নাজাত ফাউন্ডেশনের উদ্যোগটি অতি মহৎ একটি কাজ যা কালাইবাসীর জন্য অনেক ভালো, মহান সৃষ্টিকর্তা আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি বৃষ্টি নেমে গরম দূরীভূত হোক এইটাই সুধীমহলের প্রত্যাশা।

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

তীব্র তাপদাহে অতিষ্ঠ কালাইবাসীর পাশে আন নাজাত ফাউন্ডেশন

আপডেট ০৯:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণায়ন। দেখা নেই বৃষ্টির। ১২ জুন, বৃহস্পতিবার কালাইয়ের তাপমাত্রা ছিলো সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহে কালাইয়ের মানুষজন অতিষ্ঠ। যারা বিত্তবান তারা এই গরমে এসি বা অন্যান্য জিনিস ব্যবহার করে নিজেদের শরীর ঠান্ডা করতে পারলেও এই তাপদাহে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে মধ্যবিত্ত-বিত্তহীনদেরকে। এই গরমেও তাই জীবিকার প্রয়োজনে তাদের বের হতেই হচ্ছে। মানুষের হাতের নাগালেও নেই ডাব। প্রতিটি ডাব ১২০ বা ক্ষেত্র বিশেষে এর চেয়েও বেশি মূল্যে বিক্রি হচ্ছে। যার ফলে সকল শ্রেণি-পেশার মানুষ তা ক্রয় করতে পারছেন না।

কালাইয়ের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নাহিদ নাজনীন ডেইজি অনলাইন নিউজ পোর্টাল ‘CINN’ কে জানান, কালাইয়ে এখনো তেমন কোন রোগ হয়নি। নরমালি যে ধরনের রোগী আসে, সেরকম রোগীই আসতেছে। তীব্র তাপদাহে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে না বেরনোই ভালো। আর বাইরে বের হইলে ছায়া তে থাকতে হবে/ছাতা ইউজ করতে হবে। সেই সাথে বেশি বেশি পানি, শরবত পান করা যেতে পারে।

এই তীব্র তাপদাহে প্রতি বছরের ন্যায় এবারও ‘কালাই আন নাজাত ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে সারাদিন চলে কালাই যাত্রী ছাউনী চত্বরে সকল শ্রেণি-পেশার মানুষদের ঠান্ডা পানির শরবত পান করানো কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনটির সভাপতি মোঃ শাহিনুর রহমান‌। আর তা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ফুয়াদ ইসলাম এবং উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসনাত সরকার বাবলা।

ফাউন্ডেশনের সভাপতি বলেন, ‘ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যেখানে মানুষকে কেবল নামাজ, রোজা নয়, বরং মানবতার সেবাও ইবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাসূল (সা.) বলেছেন, ‘তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানো ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন।’ (সহিহ বুখারী)। তাহলে একজন মানুষকে পানি দেওয়া কত বড় নেকীর কাজ হতে পারে, তা আমরা সহজেই অনুমান করতে পারি। তৃষ্ণার্তকে পানি পান করানো শুধু দান নয়, এটি সদকায়ে জারিয়া, একটি চলমান সাওয়াবের কাজ। তাই আমি মনে করি, ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান সবাই যদি এই বিষয়ে সচেতন হই এবং উদ্যোগ নেই, তাহলে সমাজে মানবিক মূল্যবোধ আরও জোরদার হবে।’

কালাইয়ে এই তীব্র তাপদাহে কালাই আন নাজাত ফাউন্ডেশনের উদ্যোগটি অতি মহৎ একটি কাজ যা কালাইবাসীর জন্য অনেক ভালো, মহান সৃষ্টিকর্তা আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি বৃষ্টি নেমে গরম দূরীভূত হোক এইটাই সুধীমহলের প্রত্যাশা।