তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

- আপডেট ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৫০ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩০ জুলাই বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি আবু হেলালের সভাপতিত্বে ও শিক্ষক জামাল উদ্দিন এর সঞ্চালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব ড.মোঃ ফেরদৌস হোসেন, সরকারী আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, তালোড়া সরকারি এতেবাড়িয়া কলেজের প্রভাষক পলাশ কুমার দে, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল,অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দাস প্রমুখ। পরে এসএসি পরিক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২০ জন শিক্ষর্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও পরাজিতদের মাঝে মেডেল প্রদান করা হয়েছে।