জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের বৃত্তি প্রদান

- আপডেট ১০:০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ১০৮ বার পঠিত হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবীদের মাঝে এককালিন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির টাকা মেধাবীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণীর মোট ৬১জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে ওই সংগঠনটি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে ১০০০, ৮০০ ও ৬০০ টাকা হারে প্রদান করা হয়।
০১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, সহকারি কামশনার (ভূমি) ইফতেখার রহমান, শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন, বিএনপি নেতা আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, আবাসিক মেডিক্যাল অফিসার নাহিদ নাজনীন জেডি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হক, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল। পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তানজিমুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।
এরপর জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী উপজেলা তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে কর্মকর্তাদের হাতে ঔযুধ তুলে দেন।
উল্লেখ, গত ২০২৩ এবং ২০২৪ সালে ডিসেম্বর মাসে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তিপ্রদান উপলক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৫ম-১০ম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।