চার, ছক্কা ও স্ট্রাইকরেট—সবকিছুতেই আইপিএল গড়ল নতুন রেকর্ড
Reporter Name
আপডেট
০৪:১৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
/
৪২
বার পঠিত হয়েছে
আইপিএল মানেই চার-ছক্কার ফুলঝুরি। আর দিনে দিনে এটি বেড়েই চলেছে। তাতে রেকর্ডে রেকর্ডে প্রতি মৌসুম ছাড়িয়ে যায় আগের মৌসুমকে। এবারের আইপিএলে চার-ছক্কার বন্যায় যেসব রেকর্ড হলো—
১২৯৪
চলতি মৌসুমে আইপিএলে ছক্কা হয়েছে ১২৯৪টি। যা আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। এর আগে রেকর্ড ছিল ১২৬০টি ছক্কা, যা হয়েছিল গত মৌসুমে। ২০২৩ সালে ছক্কা হয়েছিল ১১২৪ আর ২০২২ সালে ১০৬২টি। মানে দিনে দিনে ছক্কার সংখ্যা যে বাড়ছে, তা এ পরিসংখ্যানেই স্পষ্ট হচ্ছে।
২২৪৫
চার মারার দিক থেকেও এই আইপিএল রেকর্ড গড়েছে। এবারের আইপিএলে ২২৪৫টি চার হয়েছে, যা এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ। গত দুই মৌসুমে চার হয়েছিল ২১৭৪টি করে।
১৫২.৩৯
এবারের আইপিএলে ব্যাটসম্যানের সমন্বিত স্ট্রাইকরেট, যেটিও এক মৌসুমে সর্বোচ্চ। গত মৌসুমে এটি ছিল ১৫০.৫৮।
৫২
সব মিলিয়ে এ মৌসুমে ৫২টি ২০০ রানের স্কোর দেখেছে আইপিএল। এক মৌসুমে যা সবচেয়ে বেশি। ২০২৫ সাল ছাড়িয়ে গেল ২০২৪ সালকে, গতবার এমন স্কোর ছিল ৪১টি।
নিকোলাস পুরান সবচেয়ে বেশি ৪০টি ছক্কা মেরেছেন-আইপিএল
৯
এই মৌসুমে দলগুলো ২০০-এর বেশি রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছে, যা আরেকটি রেকর্ড। ২০২৫ সালের আইপিএল ২০২৩-এর আটবারকে ছাড়িয়ে গেছে।
৮
পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস দুই দলেরই আটবার করে ২০০-এর বেশি রানের ইনিংস আছে, যা এক মৌসুমে কোনো দলের পক্ষে সর্বোচ্চ।
সাই সুদর্শন মেরেছেন সর্বোচ্চ চার-এএফপি
১০
এই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অর্ধশতক করা ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের সংখ্যা, যা কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক মৌসুমে একটি দলের পক্ষে সর্বোচ্চ।