সর্বশেষ
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন পলাশ কুমার

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
- আপডেট ০৮:৩৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ১১২ বার পঠিত হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী পলাশ কুমার। গতকাল বৃহস্পতিবার ১০ জুলাই সকালে শ্রী পলাশ কুমার ইউনিয়ন পরিষদে এসে তার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক তাকে ফুলের শুভেচ্ছা জানান। এবং তিনি প্রশাসনিক কর্মকর্তার উদ্দেশ্যে বলেন তিনি যেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারেন সেই সঙ্গে ইউনানবাসীর উন্নয়ন ও সেবার লক্ষ্যে নতুন প্রশাসনিক কর্মকর্তা কার্যকর ভূমিকায় ইউনিয়ন পরিষদ আরো গতিশীল ও জনমুখী জনসেবায় পরিণত হবে বলে আশা প্রকাশ করে বলেন, সেজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও মহিলা সংরক্ষিত সকল সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত