গাবতলী মডেল থানা পুলিশের অভিযানে মারপিট মামলার এক আসামি আটক

- আপডেট ১০:৫৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৯০ বার পঠিত হয়েছে
বগুড়ার গাবতলী মডেল থানাধীন মহিষাবান ইউনিয়ন এর বালুআটাপাড়া গ্রামের মোছা:বেদেনা খাতুনের বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া তার পিতা-মাতাকে মারপিট করিয়া পিতার মাথায় গুরুতর যখম ও রক্তাক্ত কাটা করে। বাদিনীর মোছাঃ বেদেনা খাতুন বাদী হয়ে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার প্রেক্ষিতে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়। পুলিশ অত্র মামলার এজাহার নামীয় ১ নাং আসামি মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা- মোঃ শহিদুল ফকির পূর্ব মহিসাবান বালুয়াটা আটাপাড়া থানা গাবতলী জেলা বগুড়কে আজ মঙ্গলবার ২৯ জুলাই গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে। পুলিশ জানায়, আটককৃত আসামিকে মঙ্গলবার বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তারিখ উক্ত মামলায় গ্রেফতার করিয়া নিয়মানুসারে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।প্রিয় গাবতলী মডেল থানাবাসী পুলিশকে অপরাধের তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা আপনাদের পাশে আছি এবং সর্বোচ্চ পেশাদায়িত্বের সাথে সেবা প্রদান করিব ইনশাআল্লাহ।।