সর্বশেষ
কাহালুতে পুলিশের অভিযানে ৩০ পিচ টেপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন গ্রেফতার

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ=
- আপডেট ০৭:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ৮১ বার পঠিত হয়েছে
বগুড়া কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার ১১ জুন রাত ১০:৩০ ঘটিকার সময় আসামি ১। মোঃ দুলাল আলী প্রামাণিক(৫৬),
পিতাঃ মৃতঃ রজিব উদ্দিন প্রামাণিক, সাং- কালাই মীরপাড়া,
থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া
আসামির নিজ বাড়ি হইতে ৩০ (ত্রিশ) পিচ মাদক দ্রব্য টেপেন্টাডল টেবলেট সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে কাহালু থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।
সম্পর্কিত