কালীগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে মাঠে নেমেছে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল!

- আপডেট ০৮:২১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৯১ বার পঠিত হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা মৌজায় দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একদল ভূমিদস্যু। অভিযোগ উঠেছে, মিথ্যা মামলা, জ্বাল কাগজ এবং প্রভাব খাটিয়ে জমি দখলে রেখেছে গোপাল গং নামের একটি পরিবার।
ভুক্তভোগী মিলন গং জানান, পূর্বে তাদের অনুমতিতেই সাময়িক দখলে থাকলেও, পরবর্তীতে গোপাল গং জ্বালিয়াতির মাধ্যমে পর্চা তৈরি করে এবং জমিতে আদালতের নিষেধাজ্ঞা আদায় করে নেয়। মামলার নম্বর: ডে. মো. ১৩৭/২০১৮। বেদখল জমির পরিমাণ প্রায় ১১৬ শতাংশ। জমির প্রকৃত মালিকরা হলেন মিলন, বিমল, অলিল ও পরিমল মন্ডল। অপরদিকে দখলদাররা হলেন গোপাল, নেপাল, আশিস ও রিপন চন্দ্র মন্ডল।
সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের একটি টিম ঘটনাস্থলে গেলে ভূমিদস্যুরা তাদের ওপর নজরদারি চালায় এবং ক্যামেরা দেখে পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করে। পরে পিছনে থেকে গোপনে সাংবাদিকদের ভিডিও করতে গেলে টিম আপত্তি জানালে দখলকারীরা তা এড়িয়ে যায়। স্থানীয়রা ও এলাকাবাসী দাবি করেন, প্রকৃত মালিকরাই হচ্ছেন মিলনগং। এমনকি ইউনিয়ন পরিষদের সালিশি রায়ও পূর্বে তাদের পক্ষেই গিয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং দ্রুত সরকারি হস্তক্ষেপ কাম্য।
জনমনে এখন প্রশ্ন, কবে মিলবে ন্যায্য অধিকার? কবে থামবে ভূমিদস্যুদের দাপট? এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ এবং আইনি হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় জনগণ।