কালাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

- আপডেট ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৩৪ বার পঠিত হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে-বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৪ জুলাই সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখার রহমান, কালাই উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকারিয়া জালাল (এমসিএইস-এফপি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন, জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফিরোজ উদ্দিন, অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরিবার পরিদর্শক আব্দুর রব মিলন। অনুষ্ঠানে শ্রেষ্ট জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের কে ক্রেষ্ট সন্মাননা ও সনদ প্রদান করেন।