কালাইয়ে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত

- আপডেট ০৮:০০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১৪৬ বার পঠিত হয়েছে
জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে ২৩ জুন, সোমবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা এর তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ‘নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ২০২৫’ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি উক্ত প্রতিষ্ঠানের আয়োজনে সেলস সেন্টার উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন কার্যক্রমের শেষ পর্যায়ে সেরা ১০ জন উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে শেষ হয়।
মোছাঃ সাজিয়া আফরীন (প্রশাসনিক কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা,
তৃ.প.অ.ক্ষ.না.উ.বি.সা. প্রকল্প, কালাই, জয়পুরহাট) এর সঞ্চালনায় কর্মশালাটিতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, নারী উদ্যোক্তা মর্জিনা খাতুন প্রমুখ।