কালাইয়ে কৃতী শিক্ষার্থীরা পেলেন সন্মাননা

- আপডেট ১০:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৯৮ বার পঠিত হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ কৃতি শিক্ষার্থীদেরকে সন্মাননা দেওয়া হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের” কবি নজরুল ইসলাম মিলনায়তনে” এসব কৃতি শিক্ষার্থীদের সন্মাননা দেওয়া হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এসইডিপি ২২ ও ২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস।
জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা সহকারি (ভূমি) অফিসার ইফতেখার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, পরিচালনা কমিটির সভাপতিগণ, কৃতি শিক্ষার্থীরাসহ অভিভাবকগণ।