Dhaka ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে চমক দিতে পারে ‘টগর’, টিজারে মিলল সেই আভাস

Reporter Name
  • আপডেট ০৪:২৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / ৩২ বার পঠিত হয়েছে

আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’ সিনেমা। গতকাল শুক্রবার (৩০ মে) বিকেলে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির টিজার। ‘জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’—সংলাপ দিয়ে শুরু হয়েছে ‘টগর’ এর টিজার।

মাত্র এক মিনিটের এই টিজারেই ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখা।

টিজারে চেনা আজদকে দেখা গেছে ভিন্ন এক রূপে। যেখানে অ্যাকশান দৃশ্যে নজর কেড়েছেন তিনি। এ ছাড়া পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ।

টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপের ফলি নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক সিনেমা নয়, বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি।

আলোক হাসান পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক।

পোস্টটি শেয়ার করুন

ঈদে চমক দিতে পারে ‘টগর’, টিজারে মিলল সেই আভাস

আপডেট ০৪:২৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’ সিনেমা। গতকাল শুক্রবার (৩০ মে) বিকেলে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির টিজার। ‘জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’—সংলাপ দিয়ে শুরু হয়েছে ‘টগর’ এর টিজার।

মাত্র এক মিনিটের এই টিজারেই ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখা।

টিজারে চেনা আজদকে দেখা গেছে ভিন্ন এক রূপে। যেখানে অ্যাকশান দৃশ্যে নজর কেড়েছেন তিনি। এ ছাড়া পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ।

টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপের ফলি নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক সিনেমা নয়, বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি।

আলোক হাসান পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক।