আদমদীঘি প্রাণিসম্পদ অফিসের গরু বিতরণ

- আপডেট ১২:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৫২ বার পঠিত হয়েছে
বগুড়ার আদমদিঘী উপজেলা প্রাণিসম্পদ অফিসের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ১০ জুলাই সকালে আদমদীঘি প্রাণিসম্পদ অফিস চত্বরে এই গরু বিতরণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা: বেনজির আহম্মেদ , উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ সহ অন্যান্যরা।
আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিসার বেনজির আহমেদ বলেন, সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর গ্রামে বসবাসরত ১২ পরিবারের মাঝে গরুসহ সেড নির্মানের সামগ্রি প্রদাণ করা হয়। এরমধ্যে ছয় জনকে বকনা বাছুর ও ছয় জনকে ষাঁড় বাচুর গরুসহ জনপ্রতি ৫টি ঢেউটিন, পিলার ৪টি, ফ্লোরসেড ১টি ও একটি করে সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।