সর্বশেষ
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের বড় ঝাঁখইল গ্রামে ইট সোলিং কাজের উদ্বোধন

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
- আপডেট ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৮৬ বার পঠিত হয়েছে
বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড় ঝাঁখইড় গ্রামের আজ সোমবার ২৩ জুন সকালে রুহুলের বাড়ির সামনে হতে খলিলের বাড়ি অভিমুখী রাস্তা ইট সোলিং কাজের শুভ উদ্বোধন করেন চাঁপাপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (হিটলু), এ সময় চাঁপাপুর ইউনিয়নের বড় ঝাঁখইড় গ্রামের গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত