Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট ১১:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৯ বার পঠিত হয়েছে

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ৯সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর প্রচার কৌশল সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

সভায় জানানো হয়, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বছরও সারাদেশে প্রতিযোগিতার বাছাই কার্যক্রম ও সম্প্রচারের মাধ্যমে শিশু-কিশোরদের গান, আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ নানা শিল্পকলার বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি চর্চা ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক মহৎ উদ্যোগ। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই আয়োজনকে আরও বর্ণিল করবে।

সভায় প্রচারণার বিভিন্ন কৌশল বিদ্যালয়ে প্রচার, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে

সম্পর্কিত

পোস্টটি শেয়ার করুন

ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত

আপডেট ১১:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ৯সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর প্রচার কৌশল সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

সভায় জানানো হয়, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বছরও সারাদেশে প্রতিযোগিতার বাছাই কার্যক্রম ও সম্প্রচারের মাধ্যমে শিশু-কিশোরদের গান, আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ নানা শিল্পকলার বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি চর্চা ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক মহৎ উদ্যোগ। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই আয়োজনকে আরও বর্ণিল করবে।

সভায় প্রচারণার বিভিন্ন কৌশল বিদ্যালয়ে প্রচার, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে