জয়পুরহাট-০২ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী আব্দুল বারী সমর্থনে জনসমাবেশ
- আপডেট ০৯:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৪৯ বার পঠিত হয়েছে
সাবেক ডিসি, সাবেক সচিব ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল বারী এর সমর্থনে ৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম এর সভাপতিত্বে বিরাট জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ আব্দুল বারী ধানের শীষে ভোট চেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সমাবেশের এক পর্যায়ে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। উক্ত সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ জনগণের উপস্থিতিতে মাঠটি ভরে যায়।
উল্লেখ্য, উক্ত জনসমাবেশ এর পূর্বে এইদিন সকালে বিএনপি নেতা আব্দুল বারী এর নেতৃত্বে গত ২০২৩ সালের ১৩ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।























