কালাইয়ে বিশ্বসাহিত্যের ভ্রাম্যমাণ বই মেলার সমাপনী
- আপডেট ০১:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯৪ বার পঠিত হয়েছে
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ০৭ সেপ্টেম্বর, রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘ভ্রাম্যমাণ বইমেলা, হস্তশিল্প ও সাংস্কৃতিক উৎসব’ এর সমাপনী উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে, ইউএনও অফিসের আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ মোজাফ্ফর হোসেন এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী। তিনি বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘ঢাকায় যখন বইমেলা হয, তখন সকলের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে মফস্বলের মানুষদের জন্য এটি আরো কঠিন ব্যাপার। সেক্ষেত্রে এর প্রেক্ষিতে বিশ্বসাহিত্য কেন্দ্র ঠিক করেছে যে, আমরাই বই নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো বইকে সহজলভ্য করতে। কালাইয়ে ভ্রাম্যমাণ বইমেলায় এত সাড়া পাবো আমরা কল্পনাও করতে পারিনি। প্রতিদিন প্রচুর সংখ্যক লোক এখানে আসছেন এবং তারা উল্লেখযোগ্য পরিমাণ বই কিনছেন। ভবিষ্যতে আমরা চাইবো কালাইয়ে আবার মেলা হোক। কালাইয়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মেলায় আসছেন তাতে আমরা খুবই খুশি এবং অনুপ্রাণিত।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান, কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ঢাকা প্রতিনিধি রাজন দত্ত মজুমদার, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক জান্নাতুল নাঈম, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির প্রধান শিক্ষক ও আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারের সাধারণ সম্পাদক ওমর আব্দুল আজিজ তালুকদার, উপজেলা জামায়াতের আমির মোঃ মুনছুর রহমান, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার (ডলার) প্রমুখ।
এদিন বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গত ০৬ সেপ্টেম্বর চিত্রাংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের, সর্বোচ্চ বই ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিকে এবং ব্যক্তি পর্যায়ে এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলারকে পুরস্কৃত করা হয়। ওমর স্কুলের হয়ে পুরস্কার গ্রহণ করেন প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকেও পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা, আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারের উপদেষ্টা ও কালাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল হক সায়িম এবং গণপাঠাগারের লাইব্রেরিয়ান পলি আক্তার, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক-স্টাফগণ, পাঠকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীমহল।
উল্লেখ্য, এই অডিটোরিয়ামে গত ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে, মেলা আয়োজনের সহযোগী মিটলাইফ ফাউন্ডেশন ও কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’ উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর মাধ্যমে বিকালে উদ্ধোধন করা হয়।
























