সর্বশেষ
কালাইয়ে দুদকের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ প্রদান

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
- আপডেট ০৩:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৮৩ বার পঠিত হয়েছে
২৪ জুন, মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এর উদ্যোগে ও জয়পুরহাট জেলাধীন কালাইয়ের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় ২০২৫ সালের সততা সংঘের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শহীদসহ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান-সহকারী শিক্ষক-স্টাফগণ এবং সুধীমহল। এইদিন উপজেলার মোট ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন: জ্যামিতি বক্স, টিফিন বক্স, ছাতা, কলমদানি, হাত ব্যাগ, পানির বোতল, স্কেল প্রভৃতি বিতরণ করা হয়।
সম্পর্কিত